বামপন্থা ও গণতন্ত্রের কথোপকথন

[বিশ্ব]

[বিশ্ব]

ব্রিটেনের পোস্টাল কর্মীদের ধর্মঘট

ব্রিটেনের পোস্টাল কর্মীদের ধর্মঘট

শ্রমজীবী নিউজ ব্যুরো

photo

ব্রিটেনে মুদ্রাস্ফীতি ৪০ বছরের মধ্যে রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। সাধারণ শ্রমজীবী মানুষের জীবনযাত্রার মানেও রেকর্ড পতন ঘটেছে। এই অবস্থায় ২৪-২৫ নভেম্বর 'রয়্যাল মেইল'-এর পোস্টাল কর্মীরা সন্মানজনক বেতন ও পেনশনের দাবিতে এবং রবিবারে বাধ্যতামূলক কাজ সহ প্রস্তাবিত শর্তের প্রতিবাদে ৪৮ ঘন্টা ধর্মঘট করেন।
কম বেতন এবং কোম্পানির কঠিন কাজের শর্তের বিরুদ্ধে আগস্ট থেকে চলা দীর্ঘ সংগ্রামে এটি ছিল নবম ধর্মঘট। যুক্তরাজ্য জুড়ে ১,১৫,০০০ পোস্টাল কর্মী ১,৫০০ কর্মক্ষেত্রে ওয়াক আউট করেন।
রয়্যাল মেইলের কর্তৃপক্ষের সঙ্গে কমিউনিকেশন ওয়ার্কার্স ইউনিয়নের (CWU) আলোচনা ব্যর্থ হওয়ার পর ব্ল্যাক ফ্রাইডের কেনাকাটা ব্যাহত ক’রে ব্রিটেনের হাজার হাজার পোস্টাল কর্মী দুই দিনের ধর্মঘটে সামিল হলেন। (নভেম্বর মাসের শেষ শুক্রবার ব্ল্যাক ফ্রাইডে হিসেবে পালিত হয় এবং সেই দিন বড়দিনের কেনাকাটার মরসুমের সূচনা হয়।) দাবি না মিটলে CWU বড়দিনের আগে আরও ১০ দিনের স্ট্রাইক অ্যাকশন ঘোষণা করেছে।
রয়্যাল মেইলে কর্মীদের গড় বেতন বছরে £৩২,৪৬৫ পাউন্ড এবং একজন ডাক বিতরণ কর্মীদের গড় বেতন £২৫,৭৭৭ পাউন্ড৷
রয়্যাল মেইল ১৮ মাসের জন্য ৯% বেতন বৃদ্ধি অফার করেছে। অথচ বর্তমানে মুদ্রাস্ফীতির হার —১১.১১%।
কমিউনিকেশন ওয়ার্কার্স ইউনিয়নের আহ্বানে ৩০,০০০ জনের বেশি পোস্টাল কর্মীদের একটি অনলাইন সভায় রয়্যাল মেইল-এর প্রস্তাব খারিজ করা হয় এবং দীর্ঘ সংগ্রাম ও ধর্মঘটের সিদ্ধান্ত হয়।

Copyright © 2021 - 2022 Shramajeebee Bhasha. All Rights Reserved.