বন্ধ হোক প্রকৃতি ও সস্তা শ্রম লুঠ আর মৃত্যুর কারবার
অবাধে বালি উত্তোলনের ফলে নদীর পাড় ক্ষয় হচ্ছে এবং চাষের জমি ও ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। নদীর স্বাভাবিক গতিপথ পরিবর্তিত হচ্ছে। বর্ষাকালে নদী ভাঙনের আশঙ্কা বাড়ছে, যা আশেপাশের গ্রাম ও কৃষিজমির জন্য বিপদ ডেকে আনছে।
বন্ধ হোক প্রকৃতি ও সস্তা শ্রম লুঠ আর মৃত্যুর কারবার
অবাধে বালি উত্তোলনের ফলে নদীর পাড় ক্ষয় হচ্ছে এবং চাষের জমি ও ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। নদীর স্বাভাবিক গতিপথ পরিবর্তিত হচ্ছে। বর্ষাকালে নদী ভাঙনের আশঙ্কা বাড়ছে, যা আশেপাশের গ্রাম ও কৃষিজমির জন্য বিপদ ডেকে আনছে।
১ সেপ্টেম্বর, ২০২৫
শ্রমজীবী মানুষের ভোট চুরি বন্ধ করো
আনুষ্ঠানিক ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে তথাকথিত বিশেষ সংশোধন করার কাজটি করা হয়েছে। যে মানুষদের নাম বাদ দেওয়া হয়েছে তাদের সুবিপুল অংশই শ্রমজীবী মানুষ।
শ্রমজীবী মানুষের ভোট চুরি বন্ধ করো
আনুষ্ঠানিক ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে তথাকথিত বিশেষ সংশোধন করার কাজটি করা হয়েছে। যে মানুষদের নাম বাদ দেওয়া হয়েছে তাদের সুবিপুল অংশই শ্রমজীবী মানুষ।
১ অগাস্ট, ২০২৫
শ্রমিক-কৃষকের জীবন জীবিকার এজেন্ডা
ভারত এক সন্ধিক্ষণের মুখে দাঁড়িয়ে। এই বিশাল বৈচিত্র্যপূর্ণ দেশের নানা ভাষা, ধর্ম, জাতি-জাতিসত্তা, বর্ণ, লোকাচার-সংস্কৃতি, পোশাক, খাদ্য রুচির বৈচিত্রের মধ্যে একতা ও বহুত্ববাদ আজ কঠিন চ্যালেঞ্জের মুখে।
শ্রমিক-কৃষকের জীবন জীবিকার এজেন্ডা
ভারত এক সন্ধিক্ষণের মুখে দাঁড়িয়ে। এই বিশাল বৈচিত্র্যপূর্ণ দেশের নানা ভাষা, ধর্ম, জাতি-জাতিসত্তা, বর্ণ, লোকাচার-সংস্কৃতি, পোশাক, খাদ্য রুচির বৈচিত্রের মধ্যে একতা ও বহুত্ববাদ আজ কঠিন চ্যালেঞ্জের মুখে।
১ জুলাই, ২০২৫
ব্যাপকতম শ্রমজীবী মানুষের ঐক্য গড়ে তুলতে হবে
নদীয়ার কালীগঞ্জ উপনির্বাচনে তৃণমূল প্রার্থীর জয়ে উৎসাহী সমর্থকদের জয়োল্লাসে বোমার আঘাতে প্রাণ গেল মোলান্দি গ্রামের ১০ দশ বছরের বালিকা তামান্না খাতুনের। ভূভারতে এরকম কোনও উদাহরণ আছে কিনা জানা নেই। সিপিএম সমর্থকদের বাড়িতে বোমা ছোড়া হয়েছিল।
ব্যাপকতম শ্রমজীবী মানুষের ঐক্য গড়ে তুলতে হবে
নদীয়ার কালীগঞ্জ উপনির্বাচনে তৃণমূল প্রার্থীর জয়ে উৎসাহী সমর্থকদের জয়োল্লাসে বোমার আঘাতে প্রাণ গেল মোলান্দি গ্রামের ১০ দশ বছরের বালিকা তামান্না খাতুনের। ভূভারতে এরকম কোনও উদাহরণ আছে কিনা জানা নেই। সিপিএম সমর্থকদের বাড়িতে বোমা ছোড়া হয়েছিল।
১ জুন, ২০২৫
শ্রমজীবী মানুষের জ্বলন্ত সমস্যায় দৃশ্যমান আন্দোলন গড়তে
আজ চর্চা হচ্ছে, দুর্নীতিতে এ রাজ্যের সারা দেশের মধ্যে অন্যতম। এ কিছু দুষ্ট লোকের কারবার নয়, এক সর্বব্যাপ্ত প্রাতিষ্ঠানিক দুর্নীতিতে ভেসে যাচ্ছে এই রাজ্য। দুর্নীতি কোনও ব্যতিক্রম নয়, সেটাই নিয়ম।
শ্রমজীবী মানুষের জ্বলন্ত সমস্যায় দৃশ্যমান আন্দোলন গড়তে
আজ চর্চা হচ্ছে, দুর্নীতিতে এ রাজ্যের সারা দেশের মধ্যে অন্যতম। এ কিছু দুষ্ট লোকের কারবার নয়, এক সর্বব্যাপ্ত প্রাতিষ্ঠানিক দুর্নীতিতে ভেসে যাচ্ছে এই রাজ্য। দুর্নীতি কোনও ব্যতিক্রম নয়, সেটাই নিয়ম।
১ মে, ২০২৫
মে-দিবসের ডাক
কাশ্মীরের পহেলগামে ইসলামিক সন্ত্রাসবাদীদের হাতে হিন্দু পর্যটকদের নিধনযজ্ঞের বিরুদ্ধে সমস্ত ভারতবাসীর সঙ্গে কন্ঠ মিলিয়ে কঠোরতম ভাষায় নিন্দা করছে শ্রমজীবী ভাষা। ইসলামিক সন্ত্রাসবাদীরা বেছে বেছে হিন্দু পর্যটকদের নিধন করেছে। কিন্তু মনে রাখতে হবে টাট্টু ঘোড়া চালক সৈয়দ আদিল হুসেন শাহ আক্রান্তদের বাঁচাতে গিয়ে শহীদ হয়েছেন। আহতদের বাঁচাতে, হাসপাতালে নিয়ে যেতে ছুটে এসেছেন কাশ্মীরীরাই। কাশ্মীরীরাই ডাল লেকের পাড়ে আওয়াজ তুলেছেন, “পর্যটকরা আমাদের অতিথি, হিন্দু-মুসলিম ভাই ভাই”। এই সন্ত্রাসবাদী হামলার বিরুদ্ধে ধিক্কারে ফেটে পড়েছে গোটা কাশ্মীর উপত্যকা। উপত্যকা জুড়ে বনধ পালিত হয়েছে। এটাই কাশ্মীরিয়ত। সারা দেশ থেকে মানুষেরা কাশ্মীর পর্যটনে আসলে তাঁদের রুজি-রুটি চলে। তাই তাঁদের কাছে “অতিথিদেবো ভব।” এই সংকট মুহূর্তে মাথায় রাখতে হবে, যে কোনও ধর্মের মৌলবাদ, সাম্প্রদায়িকতা, সন্ত্রাসবাদ প্রতিদ্বন্দ্বী মৌলবাদ, সাম্প্রদায়িকতা, সন্ত্রাসবাদকে বেড়ে উঠতে ইন্ধন যোগায়। গণতন্ত্রকে ধ্বংস করে। তাই আসুন, মে দিবস উপলক্ষ্যে শপথ নিই, শ্রমজীবী মানুষের অধিকারের লড়াইয়ে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধ হই।
মে-দিবসের ডাক
কাশ্মীরের পহেলগামে ইসলামিক সন্ত্রাসবাদীদের হাতে হিন্দু পর্যটকদের নিধনযজ্ঞের বিরুদ্ধে সমস্ত ভারতবাসীর সঙ্গে কন্ঠ মিলিয়ে কঠোরতম ভাষায় নিন্দা করছে শ্রমজীবী ভাষা। ইসলামিক সন্ত্রাসবাদীরা বেছে বেছে হিন্দু পর্যটকদের নিধন করেছে। কিন্তু মনে রাখতে হবে টাট্টু ঘোড়া চালক সৈয়দ আদিল হুসেন শাহ আক্রান্তদের বাঁচাতে গিয়ে শহীদ হয়েছেন। আহতদের বাঁচাতে, হাসপাতালে নিয়ে যেতে ছুটে এসেছেন কাশ্মীরীরাই। কাশ্মীরীরাই ডাল লেকের পাড়ে আওয়াজ তুলেছেন, “পর্যটকরা আমাদের অতিথি, হিন্দু-মুসলিম ভাই ভাই”। এই সন্ত্রাসবাদী হামলার বিরুদ্ধে ধিক্কারে ফেটে পড়েছে গোটা কাশ্মীর উপত্যকা। উপত্যকা জুড়ে বনধ পালিত হয়েছে। এটাই কাশ্মীরিয়ত। সারা দেশ থেকে মানুষেরা কাশ্মীর পর্যটনে আসলে তাঁদের রুজি-রুটি চলে। তাই তাঁদের কাছে “অতিথিদেবো ভব।” এই সংকট মুহূর্তে মাথায় রাখতে হবে, যে কোনও ধর্মের মৌলবাদ, সাম্প্রদায়িকতা, সন্ত্রাসবাদ প্রতিদ্বন্দ্বী মৌলবাদ, সাম্প্রদায়িকতা, সন্ত্রাসবাদকে বেড়ে উঠতে ইন্ধন যোগায়। গণতন্ত্রকে ধ্বংস করে। তাই আসুন, মে দিবস উপলক্ষ্যে শপথ নিই, শ্রমজীবী মানুষের অধিকারের লড়াইয়ে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধ হই।
১লা এপ্রিল, ২০২৫
ঐক্যবদ্ধ আন্দোলন ছাড়া শ্রমজীবী মানুষের অধিকার অর্জনের রাস্তা নেই
প্রযুক্তি যত বিকশিত হচ্ছে, অতি ধনীদের হাতের সম্পদের কেন্দ্রীভবন ততো তীব্র হচ্ছে। শ্রমিক-কৃষক সহ শ্রমজীবী শ্রেণীগুলি ডুবে যাচ্ছে দারিদ্র, বেকারি, অনিশ্চিত কর্মসংস্থান, মজুরি হ্রাস, কাজের ঘন্টার বৃদ্ধি, সামাজিক সুরক্ষাহীন নিঃস্বতায়।
ঐক্যবদ্ধ আন্দোলন ছাড়া শ্রমজীবী মানুষের অধিকার অর্জনের রাস্তা নেই
প্রযুক্তি যত বিকশিত হচ্ছে, অতি ধনীদের হাতের সম্পদের কেন্দ্রীভবন ততো তীব্র হচ্ছে। শ্রমিক-কৃষক সহ শ্রমজীবী শ্রেণীগুলি ডুবে যাচ্ছে দারিদ্র, বেকারি, অনিশ্চিত কর্মসংস্থান, মজুরি হ্রাস, কাজের ঘন্টার বৃদ্ধি, সামাজিক সুরক্ষাহীন নিঃস্বতায়।
১ মার্চ, ২০২৫
নারী শ্রমশক্তিকে আপন সক্ষমতায় জাগাতে হলে
নয়া উদারনৈতিক ভারতে পুঁজির মুনাফার লোভের অন্যতম ক্ষেত্র হয়ে উঠেছে সস্তা নারী শ্রম। দেশের ৯০ শতাংশ শ্রমজীবী মানুষ অসংগঠিত ও ইনফর্মাল ক্ষেত্রে কাজ করেন। এই শ্রমজীবীদের কাজের নিশ্চয়তা, বেঁচে থাকার মতো প্রয়োজনীয় মজুরি, সামাজিক সুরক্ষা, কাজের সময়ের ঠিকঠিকানা নেই।
নারী শ্রমশক্তিকে আপন সক্ষমতায় জাগাতে হলে
নয়া উদারনৈতিক ভারতে পুঁজির মুনাফার লোভের অন্যতম ক্ষেত্র হয়ে উঠেছে সস্তা নারী শ্রম। দেশের ৯০ শতাংশ শ্রমজীবী মানুষ অসংগঠিত ও ইনফর্মাল ক্ষেত্রে কাজ করেন। এই শ্রমজীবীদের কাজের নিশ্চয়তা, বেঁচে থাকার মতো প্রয়োজনীয় মজুরি, সামাজিক সুরক্ষা, কাজের সময়ের ঠিকঠিকানা নেই।
১ ফেব্রুয়ারী, ২০২৫
নতুন বছর হোক প্রতিস্পর্ধার
ফেলে আসা বছরে বিশ্বজুড়ে আমেরিকা ও পশ্চিমী দেশগুলির আধিপত্য চ্যালেঞ্জের মুখে পড়ছে। আমেরিকা, ইউরোপের দেশে দেশে রাষ্ট্রনায়কদের যুদ্ধবাজ নীতির বিরুদ্ধে তীব্র জনমত গড়ে উঠছে। পশ্চিম আফ্রিকার মালি, বারকিনা ফাসোর পর নাইজার, চাদ, সেনেগাল, আইভরি কোস্ট ঔপনিবেশিক অবশেষের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।
নতুন বছর হোক প্রতিস্পর্ধার
ফেলে আসা বছরে বিশ্বজুড়ে আমেরিকা ও পশ্চিমী দেশগুলির আধিপত্য চ্যালেঞ্জের মুখে পড়ছে। আমেরিকা, ইউরোপের দেশে দেশে রাষ্ট্রনায়কদের যুদ্ধবাজ নীতির বিরুদ্ধে তীব্র জনমত গড়ে উঠছে। পশ্চিম আফ্রিকার মালি, বারকিনা ফাসোর পর নাইজার, চাদ, সেনেগাল, আইভরি কোস্ট ঔপনিবেশিক অবশেষের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।
১৫ ডিসেম্বর, ২০২৪
ভারত-বাংলাদেশ মৈত্রী ও
হিন্দু-মুসলমান সম্প্রীতি রক্ষা করতে হবে
পালাবদলের পর বাংলাদেশে হিংসা ও অরাজকতার সঙ্গে ভারত-বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রেও মেঘ জমেছে। আক্রান্ত হয়েছে আওয়ামী লীগের নেতা কর্মীরা -তারা প্রধানত মুসলিম। আক্রমণকারীদের যুক্তি, তারা হাসিনা আমলে আর্থিক দুর্নীতি ও অপরাধ করেছে।
ভারত-বাংলাদেশ মৈত্রী ও
হিন্দু-মুসলমান সম্প্রীতি রক্ষা করতে হবে
পালাবদলের পর বাংলাদেশে হিংসা ও অরাজকতার সঙ্গে ভারত-বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রেও মেঘ জমেছে। আক্রান্ত হয়েছে আওয়ামী লীগের নেতা কর্মীরা -তারা প্রধানত মুসলিম। আক্রমণকারীদের যুক্তি, তারা হাসিনা আমলে আর্থিক দুর্নীতি ও অপরাধ করেছে।
১৫ নভেম্বর, ২০২৪
আমেরিকায় অতি দক্ষিণপন্থার জয়
আমেরিকার ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় বার নির্বাচিত হলেন ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প ৫১-৪৭ শতাংশ ভোটে হারিয়েছেন কমলা হ্যারিসকে। সংসদের দুই কক্ষেই রিপাবলিকানরা সংখ্যাগরিষ্ঠতা পেয়েছেন। এর জন্য সব থেকে বেশি কৃতিত্ব প্রেসিডেন্ট জো বাইডেন ও ডেমোক্র্যাট দলের দেউলিয়া নীতির।
আমেরিকায় অতি দক্ষিণপন্থার জয়
আমেরিকার ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় বার নির্বাচিত হলেন ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প ৫১-৪৭ শতাংশ ভোটে হারিয়েছেন কমলা হ্যারিসকে। সংসদের দুই কক্ষেই রিপাবলিকানরা সংখ্যাগরিষ্ঠতা পেয়েছেন। এর জন্য সব থেকে বেশি কৃতিত্ব প্রেসিডেন্ট জো বাইডেন ও ডেমোক্র্যাট দলের দেউলিয়া নীতির।
১৫ সেপ্টেম্বর, ২০২৪
পথেই হবে এ পথ চেনা
তিলোত্তমার ন্যায়বিচারের দাবিতে মুখরিত সারা দেশ। তবে শহর কলকাতা থেকে জেলায় জেলায় বিচারের দাবিতে স্বতঃস্ফূর্ত নাগরিক প্রতিবাদ ও গণপ্রতিবাদের ব্যাপকতা ও অভিঘাত অনেক গভীর ও তাৎপর্যপূর্ণ।
পথেই হবে এ পথ চেনা
তিলোত্তমার ন্যায়বিচারের দাবিতে মুখরিত সারা দেশ। তবে শহর কলকাতা থেকে জেলায় জেলায় বিচারের দাবিতে স্বতঃস্ফূর্ত নাগরিক প্রতিবাদ ও গণপ্রতিবাদের ব্যাপকতা ও অভিঘাত অনেক গভীর ও তাৎপর্যপূর্ণ।
১৫ অগাস্ট, ২০২৪
বাংলাদেশের পালাবদলে উদ্বেগ
শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নত করেছে। পালাবদলের পর খালেদা জিয়া বলেছেন, ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিলে বাংলাদেশ-ভারতের সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়বে।
বাংলাদেশের পালাবদলে উদ্বেগ
শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নত করেছে। পালাবদলের পর খালেদা জিয়া বলেছেন, ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিলে বাংলাদেশ-ভারতের সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়বে।
১৫ জুলাই, ২০২৪
উচ্ছেদ হচ্ছে দরিদ্র-নিম্নবিত্তদের রুজি-রোজগার
লোকসভা নির্বাচনের পরেপরে উত্তরপ্রদেশের বুলডোজার রাজের এক ঝলক দেখতে পেল পশ্চিমবাংলার মানুষরা। বেআইনি নির্মাণ ও হকার উচ্ছেদ করার জন্য রাস্তায় নামল পুরসভা ও পুলিশ। সম্ভবত কলকাতা সহ পুরসভাগুলিতে রাজ্যের শাসক দলের পিছিয়ে পড়া এর অন্যতম কারণ। শহরের তুলনামূলক সচ্ছল ও শিক্ষিত নাগরিকদের সমর্থন ফিরে পেতে সংকেত দেওয়া, আমরা তোমাদের সমস্যাটা বুঝি। আমরা তোমাদের সমস্যাগুলি সমাধানের চেষ্টা করছি।
উচ্ছেদ হচ্ছে দরিদ্র-নিম্নবিত্তদের রুজি-রোজগার
লোকসভা নির্বাচনের পরেপরে উত্তরপ্রদেশের বুলডোজার রাজের এক ঝলক দেখতে পেল পশ্চিমবাংলার মানুষরা। বেআইনি নির্মাণ ও হকার উচ্ছেদ করার জন্য রাস্তায় নামল পুরসভা ও পুলিশ। সম্ভবত কলকাতা সহ পুরসভাগুলিতে রাজ্যের শাসক দলের পিছিয়ে পড়া এর অন্যতম কারণ। শহরের তুলনামূলক সচ্ছল ও শিক্ষিত নাগরিকদের সমর্থন ফিরে পেতে সংকেত দেওয়া, আমরা তোমাদের সমস্যাটা বুঝি। আমরা তোমাদের সমস্যাগুলি সমাধানের চেষ্টা করছি।
১৬ জুন, ২০২৪
অপ্রসন্ন জনতার রায়
কতগুলি কারণ দেশবাসীকে অপ্রসন্ন করেছে। মোদির শাসনে কর্পোরেট পুঁজির স্বার্থ এবং হিন্দুত্ববাদী সাম্প্রদায়িক বিভাজনের শক্তির স্বার্থ একাকার হয়ে গেছে।
অপ্রসন্ন জনতার রায়
কতগুলি কারণ দেশবাসীকে অপ্রসন্ন করেছে। মোদির শাসনে কর্পোরেট পুঁজির স্বার্থ এবং হিন্দুত্ববাদী সাম্প্রদায়িক বিভাজনের শক্তির স্বার্থ একাকার হয়ে গেছে।
১ মে, ২০২৪
ক্রোনি পুঁজির লুঠ বনাম শ্রমজীবীদের স্বার্থ
ক্রোনি পুঁজি কর্পোরেট জগতের প্রতিযোগিতাকে এড়িয়ে শাসকদের সঙ্গে যোগসাজসে মুনাফার হারকে অবিশ্বাস্য হারে বাড়াতে চায়। নয়া উদারনৈতিক অর্থনীতির সংকট যত তীব্র হয়েছে, সেই সংকটের বোঝা শ্রমজীবী জনতার কাঁধে চাপিয়ে দেওয়ার জন্য তাদের প্রয়োজন ছিল ক্রোনি পুঁজির স্বার্থ রক্ষাকারী কঠোর শাসকের।
ক্রোনি পুঁজির লুঠ বনাম শ্রমজীবীদের স্বার্থ
ক্রোনি পুঁজি কর্পোরেট জগতের প্রতিযোগিতাকে এড়িয়ে শাসকদের সঙ্গে যোগসাজসে মুনাফার হারকে অবিশ্বাস্য হারে বাড়াতে চায়। নয়া উদারনৈতিক অর্থনীতির সংকট যত তীব্র হয়েছে, সেই সংকটের বোঝা শ্রমজীবী জনতার কাঁধে চাপিয়ে দেওয়ার জন্য তাদের প্রয়োজন ছিল ক্রোনি পুঁজির স্বার্থ রক্ষাকারী কঠোর শাসকের।
১ মে, ২০২৪
আজ মুখোমুখি দাঁড়িয়েছে দুটো দল
আয় ও সম্পদের বৈষম্যে সারা পৃথিবীর সামনের সারিতে এখন মোদির ভারত। আজকের ভারতে বৈষম্যের মাত্রা ঔপনিবেশিক সময়ের চেয়েও বেশি। কর্পোরেট লুঠ দেশকে নিঃস্ব করছে।
আজ মুখোমুখি দাঁড়িয়েছে দুটো দল
আয় ও সম্পদের বৈষম্যে সারা পৃথিবীর সামনের সারিতে এখন মোদির ভারত। আজকের ভারতে বৈষম্যের মাত্রা ঔপনিবেশিক সময়ের চেয়েও বেশি। কর্পোরেট লুঠ দেশকে নিঃস্ব করছে।
১৬ মার্চ, ২০২৪
সন্দেশখালিতে নারী শক্তির উত্থান
শাসকদলের বাহুবলীদের লুঠের জুলুম এবং পুলিশ-প্রশাসনের নিস্ক্রিয়তার বিরুদ্ধে ফেটে পড়েছে জনরোষ। জনতার প্রতিরোধের সামনের সারিতে নারী শক্তি। দুষ্কৃতির পান্ডাদের অনেককেই একে একে গ্রেপ্তার করতে বাধ্য হয়েছে পুলিশ।
সন্দেশখালিতে নারী শক্তির উত্থান
শাসকদলের বাহুবলীদের লুঠের জুলুম এবং পুলিশ-প্রশাসনের নিস্ক্রিয়তার বিরুদ্ধে ফেটে পড়েছে জনরোষ। জনতার প্রতিরোধের সামনের সারিতে নারী শক্তি। দুষ্কৃতির পান্ডাদের অনেককেই একে একে গ্রেপ্তার করতে বাধ্য হয়েছে পুলিশ।
১ ডিসেম্বর, ২০২৩
বঞ্চনার বিরুদ্ধে অধিকার ও ইনসাফের দাবিতে
খাদ্যের অধিকার, স্বাস্থ্যের অধিকার, শিক্ষার অধিকার, কাজের অধিকার, বাসস্থানের অধিকারের মতো মানুষের মৌলিক অধিকারগুলি লঙ্ঘিত হচ্ছে। এই নিয়ে দুই সরকার ও তাদের প্রতিনিধিদের মধ্যে কাজিয়া লেগেই আছে।
বঞ্চনার বিরুদ্ধে অধিকার ও ইনসাফের দাবিতে
খাদ্যের অধিকার, স্বাস্থ্যের অধিকার, শিক্ষার অধিকার, কাজের অধিকার, বাসস্থানের অধিকারের মতো মানুষের মৌলিক অধিকারগুলি লঙ্ঘিত হচ্ছে। এই নিয়ে দুই সরকার ও তাদের প্রতিনিধিদের মধ্যে কাজিয়া লেগেই আছে।
১ অক্টোবর, ২০২৩
ছলনায় যেন ভুলে না যাই
সংসদীয় রীতিনীতিকে তুচ্ছ করে, আলোচনার বিষয়বস্তু না জানিয়েই ১৮ সেপ্টেম্বর ডাকা হল সংসদের অধিবেশন। ওই দিনটা ছিল গণেশ চতুর্থী। হিন্দুত্বের সমর্থক ভোটারদের কাছে বার্তা দিতেই নতুন সংসদ ভবনের উদ্বোধনের জন্য সুকৌশলে ওই দিনটাকেই বেছে নেওয়া হয়েছিল।
ছলনায় যেন ভুলে না যাই
সংসদীয় রীতিনীতিকে তুচ্ছ করে, আলোচনার বিষয়বস্তু না জানিয়েই ১৮ সেপ্টেম্বর ডাকা হল সংসদের অধিবেশন। ওই দিনটা ছিল গণেশ চতুর্থী। হিন্দুত্বের সমর্থক ভোটারদের কাছে বার্তা দিতেই নতুন সংসদ ভবনের উদ্বোধনের জন্য সুকৌশলে ওই দিনটাকেই বেছে নেওয়া হয়েছিল।
১ সেপ্টেম্বর, ২০২৩
ক্ষুধার জ্বালা বড় বিষম জ্বালা
পেটের জ্বালা বিষম জ্বালা। যারা সেই জ্বালা ভোগ করেননি, তাদের পক্ষে বোঝা সম্ভব নয় তা কতটা ভয়ানক।
ক্ষুধার জ্বালা বড় বিষম জ্বালা
পেটের জ্বালা বিষম জ্বালা। যারা সেই জ্বালা ভোগ করেননি, তাদের পক্ষে বোঝা সম্ভব নয় তা কতটা ভয়ানক।
১৫ অগাস্ট, ২০২৩
বহুত্ববাদী শ্রমজীবী ভারতকে রক্ষা করতে হবে
মানবতার বিরুদ্ধে সংগঠিত অপরাধে ভারত ভেসে চলেছে। জাতপাতের অভিশাপ ও উচ্চবর্ণের আধিপত্যে দীর্ণ নিম্নবর্ণের মানুষ। নারীরা বিধ্বস্ত পুরুষতন্ত্রের আধিপত্য ও মধ্যযুগীয় বর্বরতায়।
বহুত্ববাদী শ্রমজীবী ভারতকে রক্ষা করতে হবে
মানবতার বিরুদ্ধে সংগঠিত অপরাধে ভারত ভেসে চলেছে। জাতপাতের অভিশাপ ও উচ্চবর্ণের আধিপত্যে দীর্ণ নিম্নবর্ণের মানুষ। নারীরা বিধ্বস্ত পুরুষতন্ত্রের আধিপত্য ও মধ্যযুগীয় বর্বরতায়।
১ অগাস্ট, ২০২৩
মণিপুরে ঘটে চলেছে মানবতার বিরুদ্ধে অপরাধ
হিংস্র জাতিদাঙ্গায় ভেসে গেছে উত্তর-পূর্বের ছোট রাজ্যটি। মণিপুরের হিংসা, গণহত্যা, নারীর উপর মধ্যযুগীয় বর্বরতা ফিকে হয়ে যাওয়া গুজরাট দাঙ্গাগুলির হিংসা ও নিষ্ঠুরতার স্মৃতিগুলি ফিরিয়ে আনল।
মণিপুরে ঘটে চলেছে মানবতার বিরুদ্ধে অপরাধ
হিংস্র জাতিদাঙ্গায় ভেসে গেছে উত্তর-পূর্বের ছোট রাজ্যটি। মণিপুরের হিংসা, গণহত্যা, নারীর উপর মধ্যযুগীয় বর্বরতা ফিকে হয়ে যাওয়া গুজরাট দাঙ্গাগুলির হিংসা ও নিষ্ঠুরতার স্মৃতিগুলি ফিরিয়ে আনল।
কাফনে ঢেকে রাখা গেল না পশ্চিমবাংলার পঞ্চায়েত নির্বাচন উপলক্ষ্যে হিংসা, সন্ত্রাস, মৃত্যু আর গ্রামাঞ্চলে গণতন্ত্রের বেআব্রু চেহারাকে। ২০২৩ এর পঞ্চায়েত নির্বাচনের হিংসা ২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচনের হিংসার থেকে কম না বেশি অথবা ১৯৭২ সালের বিধানসভা নির্বাচনের হিংসা থেকে বেশি না কম— এর বিচার করবে ইতিহাস।
কাফনে ঢেকে রাখা গেল না পশ্চিমবাংলার পঞ্চায়েত নির্বাচন উপলক্ষ্যে হিংসা, সন্ত্রাস, মৃত্যু আর গ্রামাঞ্চলে গণতন্ত্রের বেআব্রু চেহারাকে। ২০২৩ এর পঞ্চায়েত নির্বাচনের হিংসা ২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচনের হিংসার থেকে কম না বেশি অথবা ১৯৭২ সালের বিধানসভা নির্বাচনের হিংসা থেকে বেশি না কম— এর বিচার করবে ইতিহাস।
১ জুলাই, ২০২৩
২০২৩ পঞ্চায়েত নির্বাচন
পশ্চিমবাংলায় ২০২৩ পঞ্চায়েত নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়েছে ভয়ঙ্কর হিংসার মধ্য দিয়ে। মনোনয়ন পর্বের মাত্র কয়েকটা দিনে শাসক দলের বেলাগাম সন্ত্রাস, পাল্টা প্রতিরোধ এবং পুলিশ-প্রশসান এবং রাজ্য নির্বাচন কমিশনারের নিস্ক্রিয়তায় বলি হয়েছে আটটি তাজা প্রাণ।
২০২৩ পঞ্চায়েত নির্বাচন
পশ্চিমবাংলায় ২০২৩ পঞ্চায়েত নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়েছে ভয়ঙ্কর হিংসার মধ্য দিয়ে। মনোনয়ন পর্বের মাত্র কয়েকটা দিনে শাসক দলের বেলাগাম সন্ত্রাস, পাল্টা প্রতিরোধ এবং পুলিশ-প্রশসান এবং রাজ্য নির্বাচন কমিশনারের নিস্ক্রিয়তায় বলি হয়েছে আটটি তাজা প্রাণ।
১৬ জুন, ২০২৩
মানুষ কি বাহুবলীদের সন্ত্রাস প্রতিরোধ করতে পারবে
পশ্চিম বাংলায় ২০২৩ পঞ্চায়েত নির্বাচনের প্রক্রিয়া ভয়ঙ্কর হিংসার মধ্য দিয়ে আচমকা শুরু হয়ে গেছে। পঞ্চায়েত নির্বাচন কতটা হিংসাত্মক হতে পারে তার ইঙ্গিত মিলেছিল অনেক আগেই। বাহুবল ও অস্ত্রের দাপটে বিরোধী দল ও মতকে নিকেশ করতে মরিয়া প্রচেষ্টা চলেছে পরিবর্তনের পুরো সময়কাল জুড়েই।
মানুষ কি বাহুবলীদের সন্ত্রাস প্রতিরোধ করতে পারবে
পশ্চিম বাংলায় ২০২৩ পঞ্চায়েত নির্বাচনের প্রক্রিয়া ভয়ঙ্কর হিংসার মধ্য দিয়ে আচমকা শুরু হয়ে গেছে। পঞ্চায়েত নির্বাচন কতটা হিংসাত্মক হতে পারে তার ইঙ্গিত মিলেছিল অনেক আগেই। বাহুবল ও অস্ত্রের দাপটে বিরোধী দল ও মতকে নিকেশ করতে মরিয়া প্রচেষ্টা চলেছে পরিবর্তনের পুরো সময়কাল জুড়েই।
১লা মে, ২০২৩
নয়া উদারবাদের বিরুদ্ধে সংগ্রাম
পুঁজিবাদ লাঞ্ছিত এই অসাম্যের বিশ্বে শ্রমজীবী মানুষের কাছে প্রতিটি দিনই তো মে দিন। তবুও ১৮৮৬ সালে ৪ঠা মে আমেরিকার শ্রমিক শ্রেণী চিকাগোর শহরে মালিক শ্রেণী ও সরকারের হিংস্র আক্রমণ মোকাবিলা করে ৮ ঘন্টা কাজ, ৮ ঘন্টা ও ৮ ঘন্টা বিনোদনের অধিকারের দাবিতে যে ঐতিহাসিক সংগ্রামের যাত্রা শুরু করেছিলেন তা আজও অমীমাংসিত।
নয়া উদারবাদের বিরুদ্ধে সংগ্রাম
পুঁজিবাদ লাঞ্ছিত এই অসাম্যের বিশ্বে শ্রমজীবী মানুষের কাছে প্রতিটি দিনই তো মে দিন। তবুও ১৮৮৬ সালে ৪ঠা মে আমেরিকার শ্রমিক শ্রেণী চিকাগোর শহরে মালিক শ্রেণী ও সরকারের হিংস্র আক্রমণ মোকাবিলা করে ৮ ঘন্টা কাজ, ৮ ঘন্টা ও ৮ ঘন্টা বিনোদনের অধিকারের দাবিতে যে ঐতিহাসিক সংগ্রামের যাত্রা শুরু করেছিলেন তা আজও অমীমাংসিত।
১লা এপ্রিল, ২০২৩
লন্ডন, প্যারিস, বার্লিন থেকে কলকাতা
সংগ্রামের নতুন ঠিকানা
রাশিয়া ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করার পর থেকে মস্কোকে পরাস্ত করতে ক্রমশ আরো জোটবদ্ধ হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ন্যাটো। ইউক্রেনকে অস্ত্র ও ছদ্মবেশী ভাড়াটে সেনা সরবরাহ করতে গিয়ে কোষাগার উজাড় করে দিয়েছে জার্মানি, ফ্রান্স ও ব্রিটেন।
লন্ডন, প্যারিস, বার্লিন থেকে কলকাতা
সংগ্রামের নতুন ঠিকানা
রাশিয়া ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করার পর থেকে মস্কোকে পরাস্ত করতে ক্রমশ আরো জোটবদ্ধ হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ন্যাটো। ইউক্রেনকে অস্ত্র ও ছদ্মবেশী ভাড়াটে সেনা সরবরাহ করতে গিয়ে কোষাগার উজাড় করে দিয়েছে জার্মানি, ফ্রান্স ও ব্রিটেন।
১৬ মার্চ, ২০২৩
বাংলার জীবন জীবিকা ভবিষ্যৎ রক্ষা করতে
গ্রামবাংলায় স্বাস্থ্যের প্রাথমিক দায়িত্ব আশাকর্মীদের উপর। কোভিডের ভয়াবহ লকডাউন থেকে ডেঙ্গু দেখভাল— কার জ্বর হয়েছে, কোন মায়ের কী অবস্থা, শিশুদের আয়রন ট্যাবলেট খাওয়ানো, টিকার ব্যবস্থা করা, টিবি রোগীকে ওষুধ খাওয়ানো— অসংখ্য ধরনের কাজ করতে হয় আশাকর্মীদের।
বাংলার জীবন জীবিকা ভবিষ্যৎ রক্ষা করতে
গ্রামবাংলায় স্বাস্থ্যের প্রাথমিক দায়িত্ব আশাকর্মীদের উপর। কোভিডের ভয়াবহ লকডাউন থেকে ডেঙ্গু দেখভাল— কার জ্বর হয়েছে, কোন মায়ের কী অবস্থা, শিশুদের আয়রন ট্যাবলেট খাওয়ানো, টিকার ব্যবস্থা করা, টিবি রোগীকে ওষুধ খাওয়ানো— অসংখ্য ধরনের কাজ করতে হয় আশাকর্মীদের।
১ মার্চ, ২০২৩
বাংলার শিক্ষার করুণ চিত্র
২০২২ সালে মাধ্যমিক পরীক্ষার্থী ছিল ১০ লক্ষ ৯৮ হাজার— এবার ২০২৩ সালে মাধ্যমিক পরীক্ষার্থী ৬ লক্ষ ৯৮ হাজার। শুধু এক শিক্ষাবর্ষেই মাধ্যমিকে ৪ লক্ষ পরীক্ষার্থী কমে গেছে।
বাংলার শিক্ষার করুণ চিত্র
২০২২ সালে মাধ্যমিক পরীক্ষার্থী ছিল ১০ লক্ষ ৯৮ হাজার— এবার ২০২৩ সালে মাধ্যমিক পরীক্ষার্থী ৬ লক্ষ ৯৮ হাজার। শুধু এক শিক্ষাবর্ষেই মাধ্যমিকে ৪ লক্ষ পরীক্ষার্থী কমে গেছে।
১৬ ফেব্রুয়ারি, ২০২৩
ভয়ের বাতাবরণ একটু একটু করে ভাঙছে
ভয়ের বাতাবরণ জারি রাখার জন্য দেশ ও রাজ্যে চেষ্টার বিরাম নেই। ভয়ের বাতাবরণে দেশ আর রাজ্যকে মুড়ে ফেলতে পারলে যেন ক্ষমতাবানরা নিশ্চিত থাকতে পারে।
ভয়ের বাতাবরণ একটু একটু করে ভাঙছে
ভয়ের বাতাবরণ জারি রাখার জন্য দেশ ও রাজ্যে চেষ্টার বিরাম নেই। ভয়ের বাতাবরণে দেশ আর রাজ্যকে মুড়ে ফেলতে পারলে যেন ক্ষমতাবানরা নিশ্চিত থাকতে পারে।
১ ফেব্রুয়ারি, ২০২৩
নতুন বছরে পথ চলা
নতুন বছরের প্রথম দিন থেকে প্রধানমন্ত্রী গরীব কল্যাণ অন্ন যোজনা বন্ধ করে দেওয়া হল। অতিমারির সময়ে এপ্রিল, ২০২০ থেকে গরীব কল্যাণ অন্ন যোজনাটি চালু করা হয়েছিল।
নতুন বছরে পথ চলা
নতুন বছরের প্রথম দিন থেকে প্রধানমন্ত্রী গরীব কল্যাণ অন্ন যোজনা বন্ধ করে দেওয়া হল। অতিমারির সময়ে এপ্রিল, ২০২০ থেকে গরীব কল্যাণ অন্ন যোজনাটি চালু করা হয়েছিল।
রাজ্য আবাস যোজনার কর্মী রেবা বিশ্বাসের আত্মহত্যার ঘটনায় রাজ্য জুড়ে আশাকর্মী ও আইসিডিএস কর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে।
১ ডিসেম্বর ২০২২
এই রাজ্যের মানুষের গণতান্ত্রিক অধিকার বার বার লঙ্ঘিত
নিয়োগের দাবি জানতে গিয়ে পুলিশের কামড় খেলেন প্রাথমিকের চাকরিপ্রার্থী। ডিএ-র দাবি জানাতে গিয়ে ঘুষি খেলেন সরকারি কর্মচারী। পুলিশের হেনস্থা থেকে রেহাই পেলেন না প্রবীণ পেনশনাররা।
এই রাজ্যের মানুষের গণতান্ত্রিক অধিকার বার বার লঙ্ঘিত
নিয়োগের দাবি জানতে গিয়ে পুলিশের কামড় খেলেন প্রাথমিকের চাকরিপ্রার্থী। ডিএ-র দাবি জানাতে গিয়ে ঘুষি খেলেন সরকারি কর্মচারী। পুলিশের হেনস্থা থেকে রেহাই পেলেন না প্রবীণ পেনশনাররা।
১ নভেম্বর ২০২২
বাংলার শিক্ষা ও কর্মসংস্থানের ভবিষ্যত
মাঝ রাতের অন্ধকারে পুলিশ দিয়ে অনশন-অবস্থানে অবসন্ন প্রাথমিকের নিয়োগপ্রার্থীদের তুলে দেওয়ার মধ্যে ক্ষমতার দর্প ও অমানবিকতার যে প্রকাশ হয়েছে, বাংলার ইতিহাসে তার তুলনা মেলা ভার।
বাংলার শিক্ষা ও কর্মসংস্থানের ভবিষ্যত
মাঝ রাতের অন্ধকারে পুলিশ দিয়ে অনশন-অবস্থানে অবসন্ন প্রাথমিকের নিয়োগপ্রার্থীদের তুলে দেওয়ার মধ্যে ক্ষমতার দর্প ও অমানবিকতার যে প্রকাশ হয়েছে, বাংলার ইতিহাসে তার তুলনা মেলা ভার।
১ সেপ্টেম্বর ২০২২
রাজকোষের অপব্যয়ের অধিকার নেই কোনও সরকারের
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবছর ৪৩ হাজার ক্লাবকে রাজ্যের কোষাগার থেকে ৬০ হাজার টাকা করে অনুদান দেওয়ার কথা ঘোষণা করেছেন। পুজো উপলক্ষ্যে ক্লাবগুলির বিদ্যুতের খরচের ৬০ শতাংশ ছাড় দেওয়ার কথাও তিনি জানিয়েছেন।
রাজকোষের অপব্যয়ের অধিকার নেই কোনও সরকারের
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবছর ৪৩ হাজার ক্লাবকে রাজ্যের কোষাগার থেকে ৬০ হাজার টাকা করে অনুদান দেওয়ার কথা ঘোষণা করেছেন। পুজো উপলক্ষ্যে ক্লাবগুলির বিদ্যুতের খরচের ৬০ শতাংশ ছাড় দেওয়ার কথাও তিনি জানিয়েছেন।
১৬ আগস্ট ২০২২
স্বাধীনতার ৭৫ বছরের ভারত ও পশ্চিমবাংলা
স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে মোদি সরকার যখন মহা সমারোহে “অমৃত মহোৎসব” পালনের ডাক দিয়েছে, ঠিক সেই সময়ে অভূতপূর্ব সংকটের মুখোমুখি দেশ ও কোটি কোটি জনতা।
স্বাধীনতার ৭৫ বছরের ভারত ও পশ্চিমবাংলা
স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে মোদি সরকার যখন মহা সমারোহে “অমৃত মহোৎসব” পালনের ডাক দিয়েছে, ঠিক সেই সময়ে অভূতপূর্ব সংকটের মুখোমুখি দেশ ও কোটি কোটি জনতা।
১ আগস্ট ২০২২
নিয়োগ দুর্নীতিতে দীর্ণ বাংলার স্কু্লশিক্ষা
২০১৪ সাল থেকে প্রাইমারি টেট পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা এবং ২০১৬ থেকে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা নিয়োগ দুর্নীতির প্রতিবাদে এবং যোগ্য প্রার্থীদের নিয়োগের দাবি জানিয়ে আন্দোলন চালাচ্ছিলেন।
নিয়োগ দুর্নীতিতে দীর্ণ বাংলার স্কু্লশিক্ষা
২০১৪ সাল থেকে প্রাইমারি টেট পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা এবং ২০১৬ থেকে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা নিয়োগ দুর্নীতির প্রতিবাদে এবং যোগ্য প্রার্থীদের নিয়োগের দাবি জানিয়ে আন্দোলন চালাচ্ছিলেন।
১৬ জুলাই ২০২২
শ্রীলঙ্কায় গণবিক্ষোভ এবং তারপর?
তীব্র গণবিক্ষোভের মুখে মাত্র তিন মাসের মধ্যে শ্রীলঙ্কায় রাজাপক্ষেদের পতন ঘটেছে।
শ্রীলঙ্কায় গণবিক্ষোভ এবং তারপর?
তীব্র গণবিক্ষোভের মুখে মাত্র তিন মাসের মধ্যে শ্রীলঙ্কায় রাজাপক্ষেদের পতন ঘটেছে।
১ জুলাই ২০২২
অগ্নিপথ প্রকল্প ও যুব বিক্ষোভ
নয়া উদারবাদী লুঠ, তার সঙ্গে কোভিডের আঘাতে দুনিয়া জুড়ে অসাম্য তীব্র হয়েছে— আমাদের দেশেও।
অগ্নিপথ প্রকল্প ও যুব বিক্ষোভ
নয়া উদারবাদী লুঠ, তার সঙ্গে কোভিডের আঘাতে দুনিয়া জুড়ে অসাম্য তীব্র হয়েছে— আমাদের দেশেও।
১৬ জুন ২০২২
এখনই পথে নামার সময়
মে মাসে পাইকারি মূল্যবৃদ্ধি হয়েছে রেকর্ড হারে। এই বৃদ্ধির হার ১৫.৮৮ শতাংশ যা সর্বকালীন রেকর্ড।
এখনই পথে নামার সময়
মে মাসে পাইকারি মূল্যবৃদ্ধি হয়েছে রেকর্ড হারে। এই বৃদ্ধির হার ১৫.৮৮ শতাংশ যা সর্বকালীন রেকর্ড।
১ জুন ২০২২
ডিএ সরকারি কর্মচারীদের অর্জিত অধিকার
কলকাতা হাইকোর্টের ডিভিসন বেঞ্চের পর্যবেক্ষণ, সরকারি কর্মচারীদের মহার্ঘভাতা বা ডিএ তাঁদের ন্যায়সঙ্গত আইনি অধিকার।
ডিএ সরকারি কর্মচারীদের অর্জিত অধিকার
কলকাতা হাইকোর্টের ডিভিসন বেঞ্চের পর্যবেক্ষণ, সরকারি কর্মচারীদের মহার্ঘভাতা বা ডিএ তাঁদের ন্যায়সঙ্গত আইনি অধিকার।
ধনতন্ত্র তার চলার পথে বৃহদায়তন শিল্প-কারখানার জন্ম দিয়েছিল। তার সঙ্গে সঙ্গে জন্ম হয়েছিল সংগঠিত শ্রমিক শ্রেণীর।
শ্রমজীবী ভারত। নতুনতর সংগ্রাম।
ধনতন্ত্র তার চলার পথে বৃহদায়তন শিল্প-কারখানার জন্ম দিয়েছিল। তার সঙ্গে সঙ্গে জন্ম হয়েছিল সংগঠিত শ্রমিক শ্রেণীর।
১৬ এপ্রিল ২০২২
ভয়কে জয় করতে পারাই পরিত্রাণের পথ
কোন নিকষ অন্ধকারে ডুবেছে পশ্চিম বাংলা? সংবাদপত্রের পাতায় চোখ রাখলেই একটার পর একটা ধর্ষণ। তার পরে জ্বালিয়ে দেওয়া।
ধর্ষক বয়স মানে না। সে নাবালিকা হোক, বৃদ্ধা হোন, বা মধ্যবয়সী। রবীন্দ্রনাথ– বিদ্যাসাগরের বাংলায় এখন এটাই সংস্কৃতি। গত দু’ মাসের মধ্যেই আমরা একের পর এক নারী নির্যাতনের নজিরবিহীন ঘটনাগুলোর সম্মুখীন হচ্ছি। সেই ঘৃণ্য অপরাধকে স্বাভাবিক, ছোট ঘটনা বলে লঘু করার চেষ্টা করা হচ্ছে সর্বোচ্চ প্রশাসনিক মহল থেকে। তাতে করে বোঝা যাচ্ছে আমরা একটা পচনশীল সমাজে বসবাস করছি। এই বাংলা, এই সমাজ আমাদের স
ভয়কে জয় করতে পারাই পরিত্রাণের পথ
কোন নিকষ অন্ধকারে ডুবেছে পশ্চিম বাংলা? সংবাদপত্রের পাতায় চোখ রাখলেই একটার পর একটা ধর্ষণ। তার পরে জ্বালিয়ে দেওয়া।
ধর্ষক বয়স মানে না। সে নাবালিকা হোক, বৃদ্ধা হোন, বা মধ্যবয়সী। রবীন্দ্রনাথ– বিদ্যাসাগরের বাংলায় এখন এটাই সংস্কৃতি। গত দু’ মাসের মধ্যেই আমরা একের পর এক নারী নির্যাতনের নজিরবিহীন ঘটনাগুলোর সম্মুখীন হচ্ছি। সেই ঘৃণ্য অপরাধকে স্বাভাবিক, ছোট ঘটনা বলে লঘু করার চেষ্টা করা হচ্ছে সর্বোচ্চ প্রশাসনিক মহল থেকে। তাতে করে বোঝা যাচ্ছে আমরা একটা পচনশীল সমাজে বসবাস করছি। এই বাংলা, এই সমাজ আমাদের স
১ এপ্রিল ২০২২
বন্ধ হোক হিংসা আর হত্যার রাজনীতি
বীরভূম জেলার রামপুরহাটের বগটুই গ্রামে গণহত্যায় শিউরে উঠেছে সারা বাংলা। ধিক্কার উঠেছে সারা দেশ জুড়ে। ক্ষমতার কেন্দ্রের সঙ্গে যুক্ত যে অন্ধকারের শক্তি শিশু-নারী সহ ৯ জনকে জীবন্ত দগ্ধ করে হত্যা করতে এতটুকু দ্বিধা করে না, সেই শক্তি দেশ ও জাতির কলঙ্ক— মানবতা ও গণতন্ত্রের বড় বিপদ।
ক্ষমতার দম্ভ এবং একাধিপত্য কায়েমের উদগ্র বাসনা বার বার সামনে আসছে। সমস্ত বিরোধী ও প্রতিবাদী কন্ঠস্বরকে স্তব্ধ করে দিতে হবে। যে কোনও উপায়ে ক্ষমতা দখল রাখতেই হবে। কারণ ক্ষমতার কেন্দ্রের সঙ্গে যুক্ত থাকতে পারলে
বন্ধ হোক হিংসা আর হত্যার রাজনীতি
বীরভূম জেলার রামপুরহাটের বগটুই গ্রামে গণহত্যায় শিউরে উঠেছে সারা বাংলা। ধিক্কার উঠেছে সারা দেশ জুড়ে। ক্ষমতার কেন্দ্রের সঙ্গে যুক্ত যে অন্ধকারের শক্তি শিশু-নারী সহ ৯ জনকে জীবন্ত দগ্ধ করে হত্যা করতে এতটুকু দ্বিধা করে না, সেই শক্তি দেশ ও জাতির কলঙ্ক— মানবতা ও গণতন্ত্রের বড় বিপদ।
ক্ষমতার দম্ভ এবং একাধিপত্য কায়েমের উদগ্র বাসনা বার বার সামনে আসছে। সমস্ত বিরোধী ও প্রতিবাদী কন্ঠস্বরকে স্তব্ধ করে দিতে হবে। যে কোনও উপায়ে ক্ষমতা দখল রাখতেই হবে। কারণ ক্ষমতার কেন্দ্রের সঙ্গে যুক্ত থাকতে পারলে
১৬ মার্চ ২০২২
ভোটের ফলাফল ও আনিস খানের হত্যা
উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, পাঞ্জাব সহ পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনে ক্ষমতায় টিকে থাকতে শাসক বিজেপি মরিয়া কিন্তু চাপের মুখে ছিল। লাগাতার কৃষক আন্দোলনের চাপে কেন্দ্রীয় সরকার তিন কৃষি আইন প্রত্যাহার করে নিতে বাধ্য হয়েছিল।
ভোটের ফলাফল ও আনিস খানের হত্যা
উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, পাঞ্জাব সহ পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনে ক্ষমতায় টিকে থাকতে শাসক বিজেপি মরিয়া কিন্তু চাপের মুখে ছিল। লাগাতার কৃষক আন্দোলনের চাপে কেন্দ্রীয় সরকার তিন কৃষি আইন প্রত্যাহার করে নিতে বাধ্য হয়েছিল।
১৬ ফেব্রুয়ারি, ২০২২
গণতন্ত্র দলন করে ফ্যাসিবাদী শক্তিকে রোখা যায় না
কোভিড অতিমারি এবং লকডাউনে গত দু’ বছর ধরে জনজীবনের নাভিশ্বাস উঠেছে। ৫ লক্ষেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। ৪ কোটি ২৫ লক্ষেরও বেশি মানুষ কোভিডে আক্রান্ত। এই সময়পর্বে গোটা ব্যবস্থাটাই যেন ধ্বসে পড়েছে।
গণতন্ত্র দলন করে ফ্যাসিবাদী শক্তিকে রোখা যায় না
কোভিড অতিমারি এবং লকডাউনে গত দু’ বছর ধরে জনজীবনের নাভিশ্বাস উঠেছে। ৫ লক্ষেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। ৪ কোটি ২৫ লক্ষেরও বেশি মানুষ কোভিডে আক্রান্ত। এই সময়পর্বে গোটা ব্যবস্থাটাই যেন ধ্বসে পড়েছে।
১ ফেব্রুয়ারি, ২০২২
পদ্মসম্মান প্রত্যাখ্যান
বাংলার তিনজন খ্যাতনামা মানুষ মোদি সরকারের পদ্মসম্মান প্রত্যাখ্যান করেছেন। এই তিন জন হলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী ও সিপিআই(এম) নেতা বুদ্ধদেব ভট্টাচার্য, নবতিপর সঙ্গীতশিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায় এবং প্রবীণ তবলা বাদক অনিন্দ্য চট্টোপাধ্যায়।
পদ্মসম্মান প্রত্যাখ্যান
বাংলার তিনজন খ্যাতনামা মানুষ মোদি সরকারের পদ্মসম্মান প্রত্যাখ্যান করেছেন। এই তিন জন হলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী ও সিপিআই(এম) নেতা বুদ্ধদেব ভট্টাচার্য, নবতিপর সঙ্গীতশিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায় এবং প্রবীণ তবলা বাদক অনিন্দ্য চট্টোপাধ্যায়।
১৬ জানুয়ারী, ২০২২
এ কোন সকাল, রাতের চেয়েও অন্ধকার!
"এ কোন সকাল, রাতের চেয়েও অন্ধকার"… জটিলেশ্বর মুখোপাধ্যায়ের এই পু্রোনো গানটির আবার নতুন করে মনে পড়ে গেল। মনে পড়ে গেল এইজন্য যে, ২০২১ এর শেষ থেকে নতুন বছর ২০২২ এর শুরুতে আমাদের সকালগুলি কোনও শুভ বার্তা নিয়ে আসে নি।
এ কোন সকাল, রাতের চেয়েও অন্ধকার!
"এ কোন সকাল, রাতের চেয়েও অন্ধকার"… জটিলেশ্বর মুখোপাধ্যায়ের এই পু্রোনো গানটির আবার নতুন করে মনে পড়ে গেল। মনে পড়ে গেল এইজন্য যে, ২০২১ এর শেষ থেকে নতুন বছর ২০২২ এর শুরুতে আমাদের সকালগুলি কোনও শুভ বার্তা নিয়ে আসে নি।
১ জানুয়ারী, ২০২২
স্বাগত ২০২২। শ্রমজীবী ভারত। নতুনতর সংগ্রাম।
শ্রমজীবী ভাষা ১ জানুয়ারি, ২০২২— প্রতিস্পর্ধী কৃষক আন্দোলন উদ্ধত শাসকদের দম্ভ চূর্ণ করে প্রাথমিক জয় ছিনিয়ে নিয়েছে। ঐক্যবদ্ধ কৃষক আন্দোলনের দৃঢ় প্রতিজ্ঞার কাছে পিছু হটতে বাধ্য হয়েছে অপরাজেয় বলে কথিত শাসক-কর্পোরেট জোটের অভিযান।
স্বাগত ২০২২। শ্রমজীবী ভারত। নতুনতর সংগ্রাম।
শ্রমজীবী ভাষা ১ জানুয়ারি, ২০২২— প্রতিস্পর্ধী কৃষক আন্দোলন উদ্ধত শাসকদের দম্ভ চূর্ণ করে প্রাথমিক জয় ছিনিয়ে নিয়েছে। ঐক্যবদ্ধ কৃষক আন্দোলনের দৃঢ় প্রতিজ্ঞার কাছে পিছু হটতে বাধ্য হয়েছে অপরাজেয় বলে কথিত শাসক-কর্পোরেট জোটের অভিযান।
১৬ ডিসেম্বর, ২০২১
উদ্ধত শাসকরা থমকে দাঁড়ালো
১৫ মাস আগে উদ্ধত শাসকদের চ্যালেঞ্জ জানিয়ে কৃষকরা এক অসম লড়াই শুরু করেছিলেন।
উদ্ধত শাসকরা থমকে দাঁড়ালো
১৫ মাস আগে উদ্ধত শাসকদের চ্যালেঞ্জ জানিয়ে কৃষকরা এক অসম লড়াই শুরু করেছিলেন।
১ ডিসেম্বর, ২০২১
ত্রিভূজের তৃতীয় বাহু?
নরেন্দ্র মোদি বলছেন, কংগ্রেস,গণতন্ত্রের শত্রু। কারণ সেই দলে পরিবারতন্ত্র কায়েম রয়েছে।
ত্রিভূজের তৃতীয় বাহু?
নরেন্দ্র মোদি বলছেন, কংগ্রেস,গণতন্ত্রের শত্রু। কারণ সেই দলে পরিবারতন্ত্র কায়েম রয়েছে।
১৬ নভেম্বর, ২০২১
উপনির্বাচনের ফল ও সামনে লড়াই
শ্রমজীবী ভাষা, ১৬ নভেম্বর, ২০২১— লোকসভা ও বিধানসভা উপনির্বাচনে কেন্দ্রের শাসক দল বিজেপি ধাক্কা খেয়েছে। নির্বাচকদের তরফে এ এক চেতাবনি।
উপনির্বাচনের ফল ও সামনে লড়াই
শ্রমজীবী ভাষা, ১৬ নভেম্বর, ২০২১— লোকসভা ও বিধানসভা উপনির্বাচনে কেন্দ্রের শাসক দল বিজেপি ধাক্কা খেয়েছে। নির্বাচকদের তরফে এ এক চেতাবনি।
১ নভেম্বর, ২০২১
কৃষক আন্দোলনের এক বছর
শ্রমজীবী ভাষা, ১ নভেম্বর, ২০২১— কৃষক আন্দোলনের এক বছর পূর্ণ হতে চলেছে। কৃষি আইন প্রত্যাহার ও ফসলের ন্যূনতম সহায়ক মূল্যের গ্যারেন্টির দাবিতে এই আন্দোলন দেশের বলদর্পী সরকারকে প্রবল চাপে ফেলে দিয়েছে।
কৃষক আন্দোলনের এক বছর
শ্রমজীবী ভাষা, ১ নভেম্বর, ২০২১— কৃষক আন্দোলনের এক বছর পূর্ণ হতে চলেছে। কৃষি আইন প্রত্যাহার ও ফসলের ন্যূনতম সহায়ক মূল্যের গ্যারেন্টির দাবিতে এই আন্দোলন দেশের বলদর্পী সরকারকে প্রবল চাপে ফেলে দিয়েছে।
১ অক্টোবর, ২০২১
যেতে হবে আরও বহু পথ
মোদি সরকারের বিভাজনের ক্রুর নীতি এবং কর্পোরেট অভিমুখী বেপরোয়া সংস্কারের গতিরোধ করতে দেশের বিরোধী দলগুলি যখন কার্যত ব্যর্থ হয়েছে সেই সময় দেশবাসীর সামনে আশার আলোর ঝলক এনে দিয়েছে কৃষক আন্দোলন।
যেতে হবে আরও বহু পথ
মোদি সরকারের বিভাজনের ক্রুর নীতি এবং কর্পোরেট অভিমুখী বেপরোয়া সংস্কারের গতিরোধ করতে দেশের বিরোধী দলগুলি যখন কার্যত ব্যর্থ হয়েছে সেই সময় দেশবাসীর সামনে আশার আলোর ঝলক এনে দিয়েছে কৃষক আন্দোলন।
১৬ সেপ্টেম্বর, ২০২১
সংকট, কৃষক আন্দোলন ও দেশব্যাপী সংগ্রামের নতুন দিশা
অর্থনীতি চরম সঙ্কটে। কর্মচ্যুতি, কর্মহীনতা, বেকারি, লাগামছাড়া মূল্যবৃদ্ধি, আয় সঙ্কোচন— এগুলোই এখন ভারতীয় সমাজের সঙ্কটের মূর্ত প্রকাশ। কোভিডের সুযোগে এই সব সমস্যাকে তীব্রতর করেছে মোদি সরকারের আর্থিক নীতি।
সংকট, কৃষক আন্দোলন ও দেশব্যাপী সংগ্রামের নতুন দিশা
অর্থনীতি চরম সঙ্কটে। কর্মচ্যুতি, কর্মহীনতা, বেকারি, লাগামছাড়া মূল্যবৃদ্ধি, আয় সঙ্কোচন— এগুলোই এখন ভারতীয় সমাজের সঙ্কটের মূর্ত প্রকাশ। কোভিডের সুযোগে এই সব সমস্যাকে তীব্রতর করেছে মোদি সরকারের আর্থিক নীতি।
১ সেপ্টেম্বর, ২০২১
আজ মুখোমুখি দাঁড়িয়েছে দুটো দল
স্বাধীনতার ৭৫ বছরে, অতিমারি ও লকডাউনের মধ্যেই কেন্দ্রীয় সরকার রেল, প্রতিরক্ষা, কয়লা, ইস্পাত, পেট্রোলিয়াম, ব্যাঙ্ক-বিমা থেকে কৃষিক্ষেত্র সহ দেশের প্রাকৃতিক ও রাষ্ট্রীয় সম্পদ ...
আজ মুখোমুখি দাঁড়িয়েছে দুটো দল
স্বাধীনতার ৭৫ বছরে, অতিমারি ও লকডাউনের মধ্যেই কেন্দ্রীয় সরকার রেল, প্রতিরক্ষা, কয়লা, ইস্পাত, পেট্রোলিয়াম, ব্যাঙ্ক-বিমা থেকে কৃষিক্ষেত্র সহ দেশের প্রাকৃতিক ও রাষ্ট্রীয় সম্পদ ...
১৬ অগাস্ট, ২০২১
স্বাধীনতা তুমি কার?
শ্রমজীবী ভাষা, ১৬ অগাস্ট, ২০২১— অতিমারি ও লকডাউনের মধ্যেই সারা দেশে স্বাধীনতার ৭৫তম জয়ন্তী উদযাপিত হচ্ছে। এই সময়ে ভারতবাসী কেমন আছে? কতটা অগ্রগতির পথে এগোতে পেরেছি আমরা?
স্বাধীনতা তুমি কার?
শ্রমজীবী ভাষা, ১৬ অগাস্ট, ২০২১— অতিমারি ও লকডাউনের মধ্যেই সারা দেশে স্বাধীনতার ৭৫তম জয়ন্তী উদযাপিত হচ্ছে। এই সময়ে ভারতবাসী কেমন আছে? কতটা অগ্রগতির পথে এগোতে পেরেছি আমরা?
১ অগাস্ট, ২০২১
পেট্রল-ডিজেলের দামে করের বোঝা
পেট্রল-ডিজেলের আকাশছোঁয়া মূল্যবৃদ্ধি জনজীবনকে বিপর্যস্ত করে চলেছে। মুম্বই, দিল্লি, কলকাতা সহ সারা দেশের প্রায় অধিকাংশ জায়গায় পেট্রোলের দাম একশো টাকার গণ্ডি পেরিয়ে গেছে।
পেট্রল-ডিজেলের দামে করের বোঝা
পেট্রল-ডিজেলের আকাশছোঁয়া মূল্যবৃদ্ধি জনজীবনকে বিপর্যস্ত করে চলেছে। মুম্বই, দিল্লি, কলকাতা সহ সারা দেশের প্রায় অধিকাংশ জায়গায় পেট্রোলের দাম একশো টাকার গণ্ডি পেরিয়ে গেছে।
১৬ জুলাই, ২০২১
অতিমারিতে কর্মহীনদের বিপন্নতা
শ্রমজীবী ভাষা, ১৬ জুলাই, ২০২১— অতিমারির এই সঙ্কটকালে আমাদের রাজ্যে প্রায় নিঃশব্দে কতকগুলি ঘটনা ঘটে চলেছে যার খবর মূল ধারার সংবাদমাধ্যমে খুব একটা সামনে আসছে না। ইদানীং সমাজের নানা স্তরের লোকজনদের মধ্যে আত্মহত্যার ঘটনা বাড়ছে। এবং বেশির ভাগ ক্ষেত্রেই এর পিছনে রয়েছে অভাবের তাড়না। অভাবের পিছনে রয়েছে কোভিড পরিস্থিতি এবং কঠোর বিধিনিষেধের কারণে কাজ হারিয়ে আর্থিক দুরবস্থার মধ্য পড়া।
অতিমারিতে কর্মহীনদের বিপন্নতা
শ্রমজীবী ভাষা, ১৬ জুলাই, ২০২১— অতিমারির এই সঙ্কটকালে আমাদের রাজ্যে প্রায় নিঃশব্দে কতকগুলি ঘটনা ঘটে চলেছে যার খবর মূল ধারার সংবাদমাধ্যমে খুব একটা সামনে আসছে না। ইদানীং সমাজের নানা স্তরের লোকজনদের মধ্যে আত্মহত্যার ঘটনা বাড়ছে। এবং বেশির ভাগ ক্ষেত্রেই এর পিছনে রয়েছে অভাবের তাড়না। অভাবের পিছনে রয়েছে কোভিড পরিস্থিতি এবং কঠোর বিধিনিষেধের কারণে কাজ হারিয়ে আর্থিক দুরবস্থার মধ্য পড়া।
১ জুলাই, ২০২১
কৃষক ও গণতন্ত্র রক্ষার সংগ্রাম
টানা সাত মাস অতিক্রান্ত হল নয়া কৃষি আইন বাতিলের দাবিতে কৃষকদের আন্দোলন।
কৃষক ও গণতন্ত্র রক্ষার সংগ্রাম
টানা সাত মাস অতিক্রান্ত হল নয়া কৃষি আইন বাতিলের দাবিতে কৃষকদের আন্দোলন।
১৬ জুন, ২০২১
পরিস্থিতির পরিবর্তন ও ধনতন্ত্রের মানবিক মুখ
কোভিড অতিমারি ধনতন্ত্র ও নয়া উদারনীতির আসল চেহারাটা উন্মোচিত করে দিয়েছে।
পরিস্থিতির পরিবর্তন ও ধনতন্ত্রের মানবিক মুখ
কোভিড অতিমারি ধনতন্ত্র ও নয়া উদারনীতির আসল চেহারাটা উন্মোচিত করে দিয়েছে।
১ জুন, ২০২১
অতিমারির সঙ্গে ইয়াস: আমরা কোথায় দাঁড়িয়ে
অতিমারি ও লকডাউন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিল অসাম্য পীড়িত এই সমাজ কতটা অমানবিক হতে পারে। কাজ হারানো লক্ষ লক্ষ শ্রমজীবী ও তাদের পরিবারের ঘরে ফেরার মর্মান্তিক চেষ্টা, ক্ষুধা-তৃষ্ণা ক্লান্তিতে পথিমধ্যে চিরতরে লুটিয়ে পড়া, রেল লাইনে বা পথেই অকাতরে মৃত্যু বুঝিয়ে দিয়েছিল— ব্যবস্থা হিসেবে ধনতন্ত্র শ্রমজীবীদের প্রতি কতটা নির্দয়।
অতিমারির সঙ্গে ইয়াস: আমরা কোথায় দাঁড়িয়ে
অতিমারি ও লকডাউন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিল অসাম্য পীড়িত এই সমাজ কতটা অমানবিক হতে পারে। কাজ হারানো লক্ষ লক্ষ শ্রমজীবী ও তাদের পরিবারের ঘরে ফেরার মর্মান্তিক চেষ্টা, ক্ষুধা-তৃষ্ণা ক্লান্তিতে পথিমধ্যে চিরতরে লুটিয়ে পড়া, রেল লাইনে বা পথেই অকাতরে মৃত্যু বুঝিয়ে দিয়েছিল— ব্যবস্থা হিসেবে ধনতন্ত্র শ্রমজীবীদের প্রতি কতটা নির্দয়।
১ মে, ২০২১
বিধানসভা নির্বাচনের রায়
পাঁচ রাজ্যে বিধানসভা ভোটের ফলাফল বিজেপিকে নিরাশ করেছে। পশ্চিমবাংলা, কেরালা ও তামিলনাডুতে বিজেপি ও তার জোট পরাজিত হয়েছে। আসামে বিজেপি জয় হাসিল করে মুখরক্ষা করেছে— দ্বিতীয় বারের জন্য সরকার গড়ছে বিজেপি জোট। সেখানে বিজেপির ভোটের শতাংশ ৩৩.২১।
বিধানসভা নির্বাচনের রায়
পাঁচ রাজ্যে বিধানসভা ভোটের ফলাফল বিজেপিকে নিরাশ করেছে। পশ্চিমবাংলা, কেরালা ও তামিলনাডুতে বিজেপি ও তার জোট পরাজিত হয়েছে। আসামে বিজেপি জয় হাসিল করে মুখরক্ষা করেছে— দ্বিতীয় বারের জন্য সরকার গড়ছে বিজেপি জোট। সেখানে বিজেপির ভোটের শতাংশ ৩৩.২১।
১৬ মে, ২০২০
পরিযায়ী শ্রমিকদের ভারত
২০২০ সালের মার্চ, এপ্রিল ও মে মাসে আমরা চিনলাম এক নতুন ভারতবর্ষকে। এ হল পরিযায়ী শ্রমিকদের ভারত।
পরিযায়ী শ্রমিকদের ভারত
২০২০ সালের মার্চ, এপ্রিল ও মে মাসে আমরা চিনলাম এক নতুন ভারতবর্ষকে। এ হল পরিযায়ী শ্রমিকদের ভারত।
১ মে, ২০২০
আমরা এক যুগ সন্ধিক্ষণের মুখোমুখি
১ মে, ২০২০, শ্রমজীবী ভাষা— ১০০ বছর আগে আমেরিকার কথা সাহিত্যিক জ্যাক লন্ডন লিখেছিলেন, খাদ্য ও বাসস্থানের জন্য মানুষকে কিছু না কিছু বেচতে হয়। ব্যবসায়ীরা জুতো বেচে বা অন্য কিছু।
আমরা এক যুগ সন্ধিক্ষণের মুখোমুখি
১ মে, ২০২০, শ্রমজীবী ভাষা— ১০০ বছর আগে আমেরিকার কথা সাহিত্যিক জ্যাক লন্ডন লিখেছিলেন, খাদ্য ও বাসস্থানের জন্য মানুষকে কিছু না কিছু বেচতে হয়। ব্যবসায়ীরা জুতো বেচে বা অন্য কিছু।
১৬ এপ্রিল, ২০২০
ফিরে যেতে হবে মূলত রাষ্ট্র নিয়ন্ত্রিত অর্থনীতির রাস্তায়
দিনমজুরের কাজ করতেন মঞ্জু যাদব। লকডাউনে রোজগার বন্ধ। পাঁচটি বাচ্চার মুখে খাবার তুলে দিতে না পারার হতাশায় তাদের গঙ্গায় ছুড়ে ফেলে দিলেন তিনি।
ফিরে যেতে হবে মূলত রাষ্ট্র নিয়ন্ত্রিত অর্থনীতির রাস্তায়
দিনমজুরের কাজ করতেন মঞ্জু যাদব। লকডাউনে রোজগার বন্ধ। পাঁচটি বাচ্চার মুখে খাবার তুলে দিতে না পারার হতাশায় তাদের গঙ্গায় ছুড়ে ফেলে দিলেন তিনি।
১লা এপ্রিল, ২০২০
করোনার বিরুদ্ধে সংগ্রাম
করোনা ত্রাসে কাঁপছে সারা বিশ্ব, আমাদের দেশও। দেশে দেশে মানুষরা লকডাউন ও আতঙ্কের কারণে গৃহবন্দি। বন্ধ স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়, খেলাধুলা, বিনোদন, ধর্মীয় সমারোহ। পিছিয় পিছিয়ে দেওয়া হয়েছে অলিম্পক্স গেম।
করোনার বিরুদ্ধে সংগ্রাম
করোনা ত্রাসে কাঁপছে সারা বিশ্ব, আমাদের দেশও। দেশে দেশে মানুষরা লকডাউন ও আতঙ্কের কারণে গৃহবন্দি। বন্ধ স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়, খেলাধুলা, বিনোদন, ধর্মীয় সমারোহ। পিছিয় পিছিয়ে দেওয়া হয়েছে অলিম্পক্স গেম।