বামপন্থা ও গণতন্ত্রের কথোপকথন
[বিশ্ব]
ডিসেম্বর, ২০২৪এ আন্তর্জাতিক পুঁজির দুর্গ আমেরিকায় দৈত্যাকার বহুজাতিক অ্যামাজনের ইতিহাসে বৃহত্তম ধর্মঘটে নেমেছিলেন আমাজনের ড্রাইভার এবং গোডাউন কর্মীরা। অ্যামাজন ফরচুন-৫০০ তালিকার দ্বিতীয় বৃহত্তম কোম্পানী। অ্যামাজনের সম্পদের পরিমাণ ২.৩ ট্রিলিয়ন ডলার। একই সঙ্গে কাফে চেইন স্টারবাকসের শ্রমিকরাও ধর্মঘটে নেমেছেন। স্টারবাকসের সম্পদের পরিমাণ ১০৫ বিলিয়ন ডলার।
অ্যামাজন এবং স্টারবাকসের শ্রমিক ধর্মঘট সারা দুনিয়ার দৃষ্টি আকর্ষণ করেছে। অ্যামাজন ডেলিভারি ড্রাইভার ও গোডাউন কর্মীরা এবং স্টারবাকস কাফের বারিস্তারা ধর্মঘটে নেমেছিলেন উন্নততর মজুরি, উন্নততর কাজের পরিবেশ, কাজের সময় এবং ইউনিয়নভূক্ত কর্মীদের স্বীকৃতি, অমীমাংসিত শিল্প বিরোধগুলি অমীমাংসা এবং অন্যায় শ্রম প্রথা বন্ধ করার দাবিতে।
এই বছর অটোমোবাইল (গাড়ি) কারখানা, রেল শ্রমিক, বোয়িং কারখানার শ্রমিক, পূর্ব ও উপসাগরীয় উপকূল বন্দরগুলির শ্রমিক, ভিডিও গেম পারফর্মার এবং হোটেল ও ক্যাসিনো শ্রমিকরা ধর্মঘটের মধ্য দিয়ে কর্পোরেটদের কাছ থেকে দাবি আদায় করে নিয়েছিলেন। তাতে উজ্জীবিত অ্যামাজন এবং স্টারবাকসের শ্রমিকরা দাবি আদায়ে বড় ধরনের আন্দোলনে নামেন। বড়দিনের ছুটির আগে উৎসবের কেনাকাটার মরসুমে ধর্মঘটের ফলে রিটেল ব্যবসার ক্ষতি এড়াতে শ্রমিকদের দাবিগুলি সমাধানে কর্তৃপক্ষ নমনীয় হতে পারে বলে ওই সময়েই ধর্মঘট ডাকা হয়েছিল।
ধর্মঘট শুরুর আগে টিমস্টারের জেনারেল প্রেসিডেন্ট শন এম ও’ব্রায়েন ক্রেতাদের উদ্দেশ্যে জানান, যদি ছুটির দিনে আপনাদের প্যাকেজ পৌঁছাতে দেরি হয়, তাহলে আপনারা অ্যামাজনের অতৃপ্ত লোভকে দায়ী করতে পারেন।
টিমস্টাররা আমাজনের ড্রাইভার এবং গোডাউন কর্মীদের সঙ্গে আলোচনা শুরু করার জন্য ১৫ ডিসেম্বরের সময়সীমা দিয়েছিল। অ্যামাজন তা উপেক্ষা করায় অ্যামাজনের কর্মীরা দক্ষিণ ক্যালিফোর্নিয়া, সান ফ্রান্সিসকো, নিউ ইয়র্ক, আটলান্টা, স্কোকি, ইলিনয়ের সাতটি ডেলিভারি স্টেশনে ধর্মঘট করে।
অ্যামাজন টিমস্টার ইউনিয়ন প্রধানত ডেলিভারি ড্রাইভার এবং গোডাউন কর্মীদের সংগঠিত করার দিকে গুরুত্ব দেয়। কারণ তাদের ছাড়া রিটেল ব্যবসা অচল হয়ে পড়ে। বিপরীতে অ্যামাজন কর্তৃপক্ষ দাবি করেছে, ড্রাইভার এবং গোডাউন কর্মীরা অ্যামাজনের কর্মী নয় — তারা ঠিকাদার সংস্থা দ্বারা নিযুক্ত। অ্যামাজন কর্তৃপক্ষ কর্মীদের ইউনিয়ন করার অধিকারকে অস্বীকার করে। অ্যামাজনের শক্তিশালী টিমস্টার ইউনিয়ন এই কর্মীদের প্রতিনিধিত্ব করে। টিমস্টার ইউনিয়ন ন্যাশনাল লেবার রিলেশনস বোর্ডের সামনে যুক্তি দিয়েছে যে, ডেলিভারি ড্রাইভার এবং গোডাউন কর্মীরা অ্যামাজনের ধূসর-নীল কোট পরেন এবং একই রঙের ভ্যান চালান, তাদের কোম্পানির কর্মী হিসাবে নথিবদ্ধ করা উচিত।
ক্রিশ্চিয়ান সান্তানা দু’ বছরেরও বেশি সময় ধরে অ্যামাজনের জন্য পণ্য সরবরাহ করছেন। তিনি জানান, কাজের অবস্থা তার শারীরিক স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব ফেলছে। কাজের চাপ কখনই কমে না। টানা ডেলিভারি করতে গিয়ে তাকে প্রায়শই বোতলে টয়লেট করতে হয়।
স্টারবাকস কর্তৃপক্ষ দীর্ঘদিন ঠেকাতে চেষ্টা করলেও ইউনিয়নকে স্বীকার করে নেয়। স্টারবাকস ওয়ার্কার্স ইউনাইটেড মার্কিন যুক্তরাষ্ট্র জুড়ে স্টারবাকসের ৫২৫টি স্টোরের কর্মীদের প্রতিনিধিত্ব করে। ২০২৪ সালে স্টারবাকস প্রায় ১০ কোটি ডলার মুনাফা করলেও শ্রমিকদের বেতন একই আছে। কর্তৃপক্ষ বছরের শুরুতে আলোচনার কথা বললেও বছর শেষ হতে চললে বাধ্য হয়ে ধর্মঘটের পথ বেছে নেন স্টারবাকসের শ্রমিকরা।
২০ ডিসেম্বর শিকাগো, লস অ্যাঞ্জেলেস এবং সিয়াটলে স্টারবাকস কাফেগুলিতে বারিস্তারা ধর্মঘট শুরু করেন — ২১ ডিসেম্বর ধর্মঘট ছড়িয়ে পড়ে ডেনভার, পিটসবার্গ এবং কলম্বাস ওহাইওতে — ২২ ডিসেম্বর ধর্মঘট শুরু হয় নিউ জার্সি, নিউ ইয়র্ক, ফিলাডেলফিয়া এবং সেন্ট লুইসের কাফেগুলিতে। ১০,০০০এরও বেশি বারিস্তা এই ধর্মঘটে সামিল হন। ওয়ার্কার্স ইউনাইটেড বলেছে, কর্তৃপক্ষ ইউনিয়নভুক্ত বারিস্তাদের জন্য মজুরি বৃদ্ধি না করে ভবিষ্যতের বছরগুলিতে ১.৫ শতাংশ বৃদ্ধি সহ একটি অর্থনৈতিক প্যাকেজ প্রস্তাব করেছে।
অ্যামাজন এবং স্টারবাকসে শ্রমিকরা কাজে ফিরেছেন। অমীমাংসিত দাবিগুলি অর্জনের জন্য আরও বৃহত্তর সংগঠন ও আন্দোলনের প্রস্তুতির অপেক্ষায় তারা। এই আন্দোলন থেকে এদেশের শ্রমিক সংগঠক ও ডেলিভারি কর্মীরা শিক্ষা নিতে পারেন।