বামপন্থা ও গণতন্ত্রের কথোপকথন
[দেশ]
মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা প্রকল্পে ২০২২-২৩ সালে ৫ কোটি ১৮ লক্ষ গ্রামীণ গরিব কর্মপ্রার্থীদের নাম কেটে দেওয়া হয়েছে। কেন্দ্রের নয়া বিধি কার্যকরি করতে গিয়ে রাজ্য সরকারগুলি এই কাজ করেছে। আগের বছরের তুলনায় এবারে কর্মপ্রার্থীদের নাম বাদ পড়ার হার ২৪৭ শতাংশ বেশি। লোকসভায় এই তথ্য জানিয়েছেন কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিং। সারা দেশের মধ্যে পশ্চিমবাংলায় সব থেকে বেশি ৮৩ লক্ষ কর্মপ্রার্থীদের নাম বাদ গেছে।
কেন্দ্রীয় মন্ত্রীর বক্তব্য, ভুয়ো জব কার্ড, ডুপ্লিকেট জব কার্ড, বর্তমানে কাজ করতে ইচ্ছুক নন, কর্মপ্রার্থীর পরিবারের অন্য এলাকায় স্থায়ীভাবে চলে যাওয়ায় অথবা কর্মপ্রার্থীর মৃত্যুর মতো নানা কারণে নাম বাদ পড়েছে।
তবে গবেষকরা জানাচ্ছেন, কেন্দ্রীয় সরকার একশ দিনের কর্মসংস্থান প্রকল্পে জব কার্ডের সঙ্গে আধারের সংযোগ বাধ্যতামূলক করার জন্য কর্মপ্রার্থী শ্রমিকরা সমস্যায় পড়েছেন। কর্মপ্রার্থীর জব কার্ড এবং আধার কার্ডের সংযোগের সমস্যা এবং দুই কার্ডের তথ্যগত অমিল থাকার জন্য সব থেকে বেশি নাম বাদ পড়েছে। রাজ্য সরকারগুলি রেগা শ্রমিকের দুই কার্ডের মধ্যে তথ্যগত পার্থক্য ঘোচানোর বদলে তড়িঘড়ি কর্মপ্রার্থীদের নাম বাদ দিয়ে দিয়েছে!

প্রয়োজনীয় সুরক্ষা ছাড়া সেপটিক ট্যাঙ্ক বা নিকাশী নালা পরিষ্কার করতে নেমে জীবন যাচ্ছে সাফাইকর্মীদের। পাঁচ বছরে সাফাইয়ের কাজ করতে নেমে মৃত্যু হয়েছে ৩৩৯ জন সাফাইকর্মীর।
সংসদের বাদল অধিবেশনে কেন্দ্রীয় সামাজিক ন্যায় এবং ক্ষমতায়ন মন্ত্রী রামদাস আথওয়ালে এই তথ্য লোকসভায় জানিয়েছেন। সরকারি হিসেবে ২০২৩ সালে এখনও পর্যন্ত ৯ জনের মৃত্যু হয়েছে। ২০২২ সালে ৬৬ জন, ২০২১ সালে ৫৮ জন, ২০২০ সালে ২২ জন, ২০১৯ সালে ১১৭ জন এবং ২০১৮-তে ৬৭ জনের মৃত্যু নথিভুক্ত হয়েছে।
২২ জুলাই বীরভূমের খয়রাশোলে প্রয়োজনীয় সুরক্ষা ছাড়া সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করতে নেমে মারা যান তিন সাফাইকর্মী। স্বপন বাদ্যকর, সনাতন ধীবর এবং অমৃত বাগদি।
কেবল সেপটিক ট্যাঙ্ক নয়, রাস্তার ম্যানহোল খুলে নিকাশী নালা পরিষ্কার করতে নেমে প্রাণ হারাচ্ছেন বহু সাফাইকর্মী। যথেষ্ট সুরক্ষা বিধি মেনে সাফাইয়ের কাজ করা হয় না অনেক ক্ষেত্রেই। এ বিষয়ে আইন রয়েছে দেশে। কিন্তু সেই পিইএমএসআর আইন মেনে বহু জায়গায় কাজ হয় না। বর্জ্য তোলা এবং বাইরে নেওয়ার নির্দিষ্ট বিধি মানা হয় না। স্বাস্থ্যসম্মত উপায়ে চালানো হয় না কাজ। মানুষ মাথায় করে মলমূত্র বহন করা, গ্লাভস ছাড়া হাতে দিয়ে মানুষের ত্যাগ করা বর্জ্য পরিষ্কারে শ্রমিক নিয়োগ করা আইনত নিষিদ্ধ। বাস্তবে সুরক্ষা ছাড়া অস্বাস্থ্যকর পদ্ধতির জন্য সাফাই শ্রমিকদের মৃত্যু হয়।