বামপন্থা ও গণতন্ত্রের কথোপকথন

[দেশ]

[দেশ]

শ্রমের মজুরির হাল হকিকত

শ্রমের মজুরির হাল হকিকত

অশোক সরকার

photo

গত দশ বছরে ভারতীয় শ্রমিকের মজুরির কি হাল হল?
এই প্রশ্নের উত্তর দিতে গেলে প্রথমেই ঠিক করতে হয় কোন শ্রমিকের কথা বলছি আমরা। সাধারণত গ্রামীণ এলাকায় কৃষি ও কৃষি সংক্রান্ত শ্রমিক আর ছুতার, কামার, রাজমিস্ত্রি, অন্য নির্মাণ শ্রমিক, বিড়ি শ্রমিক, ইলেকট্রিকের কাজ, স্যানিটারি প্লাম্বিং এর কাজ, বাঁশ বেতের কাজ করেন এমন শ্রমিক, হস্তশিল্প শ্রমিক ইত্যাদি অনেক ধরনের শ্রমিক পাওয়া যায়। কৃষিতেও কোদাল চালানো শ্রমিক, বীজ বপন ও ফসল কাটার শ্রম, সাধারণ কৃষি শ্রমিক, আম বা পেয়ারা বাগানে কাজ করা শ্রমিক — শ্রম ও শ্রমিকের অনেক রকমফের আছে। কাজেই শ্রমিকের মজুরির কথা বলতে গেলে কোন শ্রমিক তা স্পষ্ট করতেই হয়। আর স্পষ্ট করতে হয় সাধারণ মজুরি আর প্রকৃত মজুরির তফাত। সপ্তাহান্তে বা দিনের শেষে মজুরি হিসেবে একজন শ্রমিক যে টাকা পান, তা সাধারণ মজুরি। প্রকৃত মজুরি হল সাধারণ মজুরির থেকে মূল্যবৃদ্ধি বাদ দিলে যে মজুরি থাকে, সেটা। মূল্যবৃদ্ধি হিসেব করতে গেলে একটা ভিত্তিবছর ধরতে হয়, সেই বছর ১০০টাকায় যা কেনা যেত আজ তার তুলনায় ১০০টাকায় কি কেনা যাচ্ছে তার তফাতটাই হল শ্রমিকের কাছে মূল্যবৃদ্ধি।
কেন্দ্রীয় সরকারের লেবার ব্যুরো গ্রামাঞ্চলে ২৩টি পেশায় নিযুক্ত পুরুষদের আর ১৬টি পেশায় নিযুক্ত মহিলাদের মজুরির হিসাব করে থাকেন। প্রকৃত মজুরি হিসেব করতে গেলে একটা ভিত্তি বছর ধরতে হয়, যার পরবর্তী বছরগুলিতে মজুরি আসলে কতটা বাড়ল তার হিসেব করা যায়। নানা জনে নানা ভিত্তি বছর ধরে থাকেন। আমরা এই লেখায় গ্রামীণ শ্রমিকের মজুরির পর্যালোচনা করতে গিয়ে ২০০৯-২০১০কে ভিত্তিবছর ধরব কারণ এই বছর থেকেই গ্রামাঞ্চলে সাধারণভাবে মজুরি বাড়তে থাকে। তার মুল কারণ ছিল ১০০ দিনের কাজ যা গ্রামাঞ্চলে মজুরি বাড়াতে সাহায্য করেছিল। আসুন দেখি, ওই ভিত্তিবছরের ভিত্তিতে গত ১২-১৩ বছরে প্রকৃত মজুরির কি হাল হল।

Copyright © 2021 - 2022 Shramajeebee Bhasha. All Rights Reserved.