বামপন্থা ও গণতন্ত্রের কথোপকথন

[রাজ্য]

[রাজ্য]

অকালে প্রয়াত শর্মিষ্ঠা চৌধুরী

অকালে প্রয়াত শর্মিষ্ঠা চৌধুরী

স্মৃতিচারণ

photo

অকালে চলে গেলেন সিপিআই(এমএল) রেড স্টারের পলিটব্যুরো সদস্য শর্মিষ্ঠা চৌধুরী। তিনি প্যানক্রিয়াসের সমস্যায় ভুগছিলেন।
প্রেসিডেন্সি কলেজের কৃতী ছাত্রী শর্মিষ্ঠা কলেজ জীবন থেকে কমিউনিস্ট আদর্শের প্রতি আকৃষ্ট হন। ছাত্র আন্দোলনে সক্রিয় ভাবে জড়িয়ে পড়েন। পড়াশোনা শেষ করার পর তিনি কিছু দিন সাংবাদিকতার কাজ করেন। পরে শ্রমজীবী মানুষের আন্দোলনে সামিল হতে সর্বক্ষণের কর্মী হিসেবে কমিউনিস্ট আন্দোলনে যোগ দেন।
টিটাগড়ের লুমটেক্স জুটমিলে যখন শ্রমিক নেতা সহ অগ্রণী শ্রমিকরা দীর্ঘ দিন কারারুদ্ধ, শর্মিষ্ঠা দৃঢ়তার সঙ্গে শ্রমিক আন্দোলন চালিয়ে যান এবং আইনি লড়াই চালিয়ে শ্রমিক ও সহকর্মীদের মুক্ত করেন। ভাঙ্গরের জমি ও পরিবেশ রক্ষার আন্দোলনে তিনি ছিলেন অন্যতম পরিচিত মুখ। একেবারে প্রথম থেকে অত্যন্ত সাহসের সঙ্গে সেই আন্দোলনে নেতৃত্বদায়ী ভূমিকা নিয়েছিলেন তিনি। এই সময়ে তাঁকে মমতা ব্যানার্জীর সরকার ইউএপিএ আইনে দীর্ঘদিন কারারুদ্ধ করে রাখে। তিনি নারী আন্দোলনেও অগ্রণী ভূমিকা রেখেছেন। ভেনেজুয়েলার কারাকাসে আন্তর্জাতিক নারী সম্মেলনে অংশ গ্রহণ করেছিলেন। এই রাজ্যে নানা গণআন্দোলনে তিনি সক্রিয় ভাবে যুক্ত থাকতেন। আদর্শের প্রতি নিষ্ঠা ও জনগণের প্রতি ভালোবাসা তাঁকে শ্রমজীবী মানুষের প্রিয় করে তুলেছিল। তাঁর অকাল প্রয়াণ এ রাজ্যের গণ আন্দোলন ও কমিউনিস্ট আন্দোলনে এক শূণ্যতা তৈরি করবে।
শ্রমজীবী ভাষা তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছে।

Copyright © 2021 - 2022 Shramajeebee Bhasha. All Rights Reserved.